ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারির নির্দেশ দেন।

এই মামলায় পরীমণি, তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি এবং সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন অনুসারে, পরীমণি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমি কর্তৃক বাদী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে এসব ঘটনা ঘটানো হয়েছে, তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবে ঘটে এই ঘটনা, যেখানে পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিন মাহমুদকে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে অ্যালকোহল সেবনের জন্য চাপ দেন। নাসির উদ্দিন রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করে এবং তার দিকে জিনিসপত্র ছুড়ে মারেন, যার ফলে নাসির আঘাতপ্রাপ্ত হন।

এছাড়া, পরীমণি সাভার থানায় নাসিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার মামলা করেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

এই মামলার তদন্ত প্রতিবেদন পিবিআই দাখিল করেছে এবং আদালত পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে।

পরীমণি,গ্রেফতার,পরোয়ানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত