বছর চারেক আগে প্রেমে বাঁধা পড়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সম্পর্ক ছিল সবার কাছে এক রোমান্টিক উদাহরণ, তবে শোনা যাচ্ছে, সম্প্রতি তাদের সংসারে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সৃজিত একটি পোস্টে প্রাক্তন প্রেমিকা, টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে বুকে জড়িয়ে ছবিটি শেয়ার করেন, যা নিয়ে শুরু হয় নতুন জল্পনা। প্রশ্ন উঠতে থাকে, মিথিলা-সৃজিতের মধ্যে চলমান দূরত্বের মাঝে সৃজিত প্রাক্তনকে নিয়ে কী বার্তা দিতে চাচ্ছেন?
ঋতাভরীর সাথে সেলফি তুলে সৃজিত পোস্টে লিখেছিলেন, "জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছ? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?" পোস্টটি দেখে অনুরাগীরা ধারণা করেছিলেন, দীর্ঘদিন পর একে অপরকে দেখে হয়তো পুরোনো বন্ধুত্ব নতুনভাবে ঝালিয়ে নিতে চাচ্ছেন সৃজিত এবং ঋতাভরী।
তবে, টালিপাড়ায় গুঞ্জন উঠেছে যে, সৃজিত-ঋতাভরীর সেই সাক্ষাতের পেছনে হয়তো শুধুমাত্র বন্ধুত্ব নয়, বরং কাজের কথাও ছিল। শোনা যাচ্ছে, সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ তে অভিনয় করতে দেখা যেতে পারে ঋতাভরীকে।
এই ছবির কাজ দীর্ঘদিন পিছিয়ে ছিল, তবে নতুন খবর এসেছে যে শুটিং শিগগিরই শুরু হতে পারে। ছবির প্রযোজক রানা সরকার গণমাধ্যমে জানিয়েছেন, ছবি নিয়ে বিস্তারিত বলার সময় এখনও আসেনি এবং যথা সময়ে সবকিছু জানানো হবে।
এদিকে, সৃজিত ও ঋতাভরীর এই সাক্ষাৎ এবং পরবর্তী কাজের গুঞ্জনে টালিপাড়া আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।