এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘বছরের শুরুটা শীতের মতো জমে গেছে।’ ২০২৪-এ তিনি বলেছিলেন যে ২০২৫ সাল আলাদাভাবে সাজাতে চান এবং সেই পথেই এগোচ্ছেন। তিনি বলেন, “ছয় মাসে একটি কাজ হোক, তবে তা যেন ছয় যুগ মনে রাখার মতো হয়।”
ভালোবাসা দিবস উপলক্ষে ফারিন তার নতুন কাজ ‘আজান’ সম্পন্ন করেছেন এবং এতে তিনি বেশ আশাবাদী। “এটি আমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে,” বলেন ফারিন।
তিনি আরও বলেন, "এটা নিয়ে গুণী নির্মাতা আকবর হায়দার মুন্না, অভিজ্ঞ ক্যামেরাম্যান খায়ের খন্দকার এবং গুণী অভিনেতা ইরফান সাজ্জাদ সবার সাথে কাজ করতে পেরে খুবই সন্তুষ্ট।"
এছাড়া, অভিনেত্রী তার অভিনয় জীবন নিয়ে কথা বলার সময় বলেন, “আমি খুব ছোট মানুষ। অভিনয়ের জায়গায় হয়তো দুর্বলতা আছে, তবে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছি।” ‘আজান’-এর মতো কাজের জন্য তাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তবে তিনি বিশ্বাস করেন যে দর্শক তাদের মূল্যায়ন করবে।
ফারিন ২০২৫ নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেন, "২০২৫ আমাকে অনেক সারপ্রাইজ দিচ্ছে।" এ বছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের নোমিনেশন পেয়েছেন এবং তার ক্যারিয়ার মাত্র এক বছরের হলেও তাকে পুরস্কারের সাথে সঙ্গতিপূর্ণ শিল্পীদের সাথে মনোনীত করা হয়েছে, যা তাকে অভূতপূর্ব আনন্দ দিয়েছে।
ফারিন তার ব্যস্ত জীবন নিয়ে বলেন, “নাটক ও ওটিটি—দুই মাধ্যমেই কাজ করতে যাচ্ছি। আরও একটি ভালোবাসা দিবসের কাজ করছি ইবনে বকরের পরিচালনায় এবং ওটিটিতেও কাজ নিয়ে আলোচনা চলছে।”
চলচ্চিত্রের মাধ্যমে শুরু হলেও, ফারিন ছোটপর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, “আমাকে ‘টগর’ ও ‘পিনিক’ সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মনে হয়েছে, সিনেমার জন্য আমি এখনও প্রস্তুত না। তাই সেখানে যুক্ত হইনি।”
ফারিন খান এই মুহূর্তে বড় পর্দায় না গেলেও ছোট পর্দায় তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, আর আগামীদিনে আরও নতুন এবং উল্লেখযোগ্য কাজের প্রতীক্ষা করছেন।