ঢাকা ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শাহরুখ খানের প্রজাতন্ত্র দিবসের শপথ: দেশপ্রেমে মুগ্ধ অনুরাগীরা

শাহরুখ খানের প্রজাতন্ত্র দিবসের শপথ: দেশপ্রেমে মুগ্ধ অনুরাগীরা

শাহরুখ খান ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের বাড়ি মান্নাতের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন। সাদা পোশাকে স্যালুট দিয়ে তিনি দেশের প্রতি শ্রদ্ধা জানান।

রাজনীতির সঙ্গে যোগ নেই শাহরুখ খানের। তবে তিনি যে রাজনীতি সচেতন সে প্রমাণ দিয়েছেন জাওয়ান সিনেমায়। ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মত রেখেছিলেন ছবিতে। এবার বাস্তবে ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নিলেন বিশেষ শপথ।

সে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সুপারস্টার লিখেছেন, “এই সাধারণতন্ত্র দিবসে, চলুন সকলে একটি প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। আসুন, সকলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!”

এদিকে শাহরুখের দেশপ্রেমের ছবি এবং বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তার অনুরাগীরা তাকে নিয়ে গর্বিত হয়েছেন।

তবে শাহরুখ একা নন, শাহরুখের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মা, আলিয়া ভাট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কপূরসহ আরও অনেক বলিউড তারকা প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা দিয়েছেন।

শাহরুখ খান,দেশপ্রেম,শপথ,মুগ্ধ,শ্রদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত