ঢাকাই চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এই আদেশ দেন। একইসাথে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করারও নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মো. সোহেল জানান, পরীমণির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জ গঠন করা হবে। এই অপরাধ প্রমাণিত হলে নায়িকা সর্বোচ্চ ৩ বছরের সাজা পেতে পারেন। সোহেল আরও বলেন, ৩২৩ ধারার সেচ্ছায় আঘাত এবং ৫০৬ ধারার অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত হলে পরীমণি এক বছরের জন্য এবং দুই বছরের সাজা পেতে পারেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জুলাই বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গি করে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং তাকে হত্যার হুমকি দেন। পরবর্তীতে পরীমণি নাসিরকে গালমন্দ করেন এবং একটি গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, যা নাসিরের শরীরে আঘাত করে।
এ ঘটনায় পরীমণি ৫ দিন পর নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করলেও, পুলিশ তদন্তে এর কোনো প্রমাণ পায়নি।