ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকায় ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’, তিন উপদেষ্টা উপস্থিত

ঢাকায় ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’, তিন উপদেষ্টা উপস্থিত

আগামীকাল, ২৯ জানুয়ারি, ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ৫০০ এরও বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক এবং নির্মাতা। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মাহফুজ আলম।

এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র খাতকে শক্তিশালী করার জন্য কিছু দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য,সম্মেলনে ১০টি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হবে, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সংস্কার, ডিজিটাল ডিস্ট্রিবিউশন, টিকেটিং সার্ভার, চলচ্চিত্রে সরকারি বিনিয়োগসহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

তিন উপদেষ্টা,চলচ্চিত্র সম্মেলন,অনুষ্ঠান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত