বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত ব্যক্তিগত জীবনে একের পর এক বিতর্কের শিকার হলেও এবার তিনি সুখী সংসার গড়তে চান। দুইবার বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার তার পাত্র একজন পাকিস্তানি।
সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে রাখি জানিয়েছেন, তার হবু স্বামী পাকিস্তানি পুলিশ কর্মকর্তা দোদি খান, যিনি অভিনয়ের সঙ্গেও জড়িত। পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পেলেও, দোদিকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রাখি।
রাখি জানান, বিয়ের অনুষ্ঠান ইসলাম ধর্ম অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত হবে, তবে ভারতে হবে প্রীতিভোজ। হানিমুনের জন্য তারা নেদারল্যান্ডস যাচ্ছেন, এরপর দুবাইতে সংসার শুরু করবেন।
এর আগে দুইবার বিয়ের পর নানা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন রাখি, কিন্তু এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনো ভুল করবেন না। তিনি বলেন, ‘ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।’