কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর বর্তমানে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি তিনি নাকের সার্জারি, ঠোঁট ফিলারসহ অন্যান্য বিষয়ে খোলামেলা কথা বলেছেন।
খুশি কাপুর, যিনি জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন, একটি সাক্ষাৎকারে বলেন, “আমি প্লাস্টিক সার্জারিকে খারাপভাবে দেখি না। এটি আমার কাছে কোনো বিষয় নয়, বরং এটি প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ এবং আমি তা সাপোর্ট করি।”
তিনি আরও জানান, ক্যারিয়ার শুরুর আগেই তার সম্পর্কে নানা নেতিবাচক মন্তব্য উঠেছিল, তবে এখন তিনি এসব বিষয় সামলাতে শিখে গিয়েছেন এবং এগুলো তার খুব একটা প্রভাবিত করে না।
খুশি ২০০০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং মা অভিনেত্রী শ্রীদেবী। তিনি মুম্বাইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা শেষ করার পর, ২০১৯ সালে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয়ের ওপর এক বছরের কোর্স করেন।