বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও আমির খানের বন্ধুত্ব নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার যেন শেষ নেই।এবার সেই আমির সালমানকে অপহরণ করে ১ কোটি রুপি দাবি করার পরিকল্পনা করেন।
তবে ঘাবড়ে যাওয়ার কারণ নেই। কেননা পুরোটাই মজার উদ্দেশ্যে করেছেন আমির। সালমানের ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা যায় আমিরকে।
এমন এক খুনসুটির মাঝে আমির সালমানকে বলেন, “আরবাজ়কে ফোন করো, বলো তুমি অপহৃত!” আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান ফোন করেন তার ভাইকে। তারপর জানান, “আরবাজ় ফোন কেটে দিয়েছে!” সঙ্গে সঙ্গে আমিরের দুষ্টুমি, “তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজ়কে অপহরণ করে তোমার থেকে ১ কোটি টাকা চাওয়া উচিত ছিল।”
তবে শোটি প্রচারের পর, নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—আমির-সালমান কি সাইফ আলি খানের অপহরণ কাণ্ডকেই কটাক্ষ করেছেন? বিষয়টি নিয়ে তারা কিছু মন্তব্য করেননি।