ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

দুর্ঘটনায় আহত অর্চনা পূরণ সিং, অস্ত্রোপচার শেষে হাসপাতালে

দুর্ঘটনায় আহত অর্চনা পূরণ সিং, অস্ত্রোপচার শেষে হাসপাতালে

নিউজ রিয়ালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্চনা পূরণ সিং সম্প্রতি এক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুটিং সেটে ঘটে যাওয়া দুর্ঘটনায় অভিনেত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শুটিং চলাকালীন হঠাৎই চিৎকার শুনে সবাই অর্চনার দিকে ছুটে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করতে হয়।

ভিডিওতে অর্চনার স্বামী জানিয়েছেন, তিনি শুটিং সেটেই পড়ে যান, যার ফলে চোট গুরুতর ছিল। হাসপাতাল থেকে প্রকাশিত একটি ভিডিওতে অর্চনা বলেন, "হাতের ফোলা অনেকটাই কমেছে, তবে প্রচণ্ড যন্ত্রণায় ভুগেছি।"

এছাড়া, তাঁর ঠোঁটেও আঘাত লেগেছে, তবে সব কিছুর পরেও অভিনেত্রী পজিটিভ থাকার চেষ্টা করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, "যা হয়, ভালোর জন্যই হয়। আমি বিশ্বাস করছি ভালো আছি এবং আগের মতো পজিটিভ আছি।"

অর্চনার ভক্তরা তাঁর সুস্থতার জন্য উদ্বিগ্ন এবং তার দ্রুত সেরে ওঠার প্রার্থনা করছেন।

দুর্ঘটনা,অর্চনা পূরণ সিং,আহত,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত