ভারতে সদ্য ট্যুর শেষ করা ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে তাদের শেষ শোটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সম্পন্ন করে। ভারতের কনসার্ট ইতিহাসে রেকর্ড গড়লেও, সেই শো থেকেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে কনসার্ট চলাকালে দর্শকদের মধ্যে মারপিট ঘটে।
ভিডিওতে দেখা যায়, কোল্ডপ্লের জনপ্রিয় গান ‘ভিভা লা ভিদা’ গাওয়ার সময় শ্রোতাদের একদল একে অপরকে কিল, ঘুষি এবং চড় মারতে শুরু করেন। এক পর্যায়ে একজন দর্শক আরেকজনকে কামড় দেয়। জানা গেছে, ধূমপানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নেটিজেনরা মন্তব্য করেছেন, কনসার্টের মতো আনন্দময় পরিবেশে এমন অশোভন আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এটি কোল্ডপ্লে ব্যান্ডের জন্য খারাপ প্রচার সৃষ্টি করেছে।