ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পীদের কাজে বাধা দেওয়ার ঘটনায় চমকের ক্ষোভ

শিল্পীদের কাজে বাধা দেওয়ার ঘটনায়  চমকের ক্ষোভ

সম্প্রতি শোবিজ অঙ্গনে বেশ কিছু অভিনেত্রী বিভিন্ন শোরুম উদ্বোধন বা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েছেন, যা মিডিয়া পাড়ায় নানা প্রশ্ন ও চিন্তা তৈরি করেছে।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও অপু বিশ্বাসের পর, ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনও এমন পরিস্থিতির শিকার হয়েছেন।

এ নিয়ে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি শোবিজ তারকাদের ওপর এ ধরনের বাধা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “সবকিছু তো চলছিল দেশে, তাহলে শিল্পীরা কাজ করতে গেলেই কেন সমস্যা হচ্ছে?”

চমক আরও বলেন, “এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের বাদ দিয়ে কি আমরা দেশের ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং শিকড় সংরক্ষণ করতে পারব?” তিনি উল্লেখ করেন, কিছু শিল্পী যারা দেশ ও দেশের মানুষের জন্য নির্ভীকভাবে রাজপথে নেমেছিলেন, তাদের কাজের বাধা কেন দেওয়া হচ্ছে?

অভিনেত্রী বলেন, “এই দেশ আমাদের সবার, এখানে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার রয়েছে। আপনি যদি অহেতুক বাধা দেন, তাহলে আমরা ধরে নিব যে, আপনি এই দেশকে ভালোবাসেন না।”

শেষে তিনি জুলাই আন্দোলনের স্লোগান “দেশটা করোর বাপের না” স্মরণ করিয়ে দেন।

শিল্পী,ক্ষোভ,দেশ,চমক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত