ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

তাহসানের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠলো শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ"

তাহসানের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠলো শো

২৭ জানুয়ারি, সোমবার রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হলো বহুল প্রতীক্ষিত গেম শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর প্রথম পর্ব। তাহসানের উপস্থাপনায় শুরু হওয়া এই শোটি দর্শকদের জন্য উপহার দিয়েছে হাসি, প্রতিযোগিতা ও স্মরণীয় মুহুর্ত।

প্রথম পর্বে সাইদ ও জাহান পরিবারে জমজমাট প্রতিযোগিতা হয়, যেখানে সাইদ পরিবার বিজয়ী হয়ে এক লক্ষাধিক টাকা সমমূল্যের পুরস্কার জিতে নেয়। গেমটি তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী পরিবার "ফাস্ট মানি" রাউন্ডে আরও বেশি পুরস্কারের সুযোগ লাভ করে।

শোটির উত্তেজনা আরও বাড়িয়েছিল ট্রিপল মানি রাউন্ডে একটি মজার প্রশ্ন—“এমন একটি প্রাণীর নাম বলুন যা আপনাকে জীবন্ত খেয়ে ফেলতে পারবে?” এর উত্তর খুঁজতে গিয়ে দুই পরিবারকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

“ফাস্ট মানি” নামের বোনাস রাউন্ডটিও উত্তেজনা ও নাটকীয়তার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছিলো। সাইদ পরিবারের একজন প্রতিযোগী খুব দ্রুত দারুণ কিছু উত্তর দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন, সাথে রাউন্ডটিকেও নিজেদের করে নিয়েছেন।

এই পর্বের মাধ্যমে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে পর্দায় ফিরেছেন সবার প্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার চাঞ্চল্য ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিতে এনে দিয়েছে সতেজতার ছোঁয়া, দর্শকরা তাকে দেখেছেন সম্পূর্ণ নতুন রূপে। পর্দায় তার উপস্থিতি দর্শকদের হৃদয় ছুয়েছে। চতুর কথাবার্তা ও দুর্দান্ত রসিকতার মাধ্যমে তিনি এপিসোডটিতে প্রাণের সঞ্চার করেছেন। খুব সহজেই প্রতিযোগীদের সাথে মিশেছেন তিনি, তাদের সাথে মজা করেছেন অনায়াসে সবাইকে হাসিয়েছেন। গেমের তীব্র টেনশনের মুহুর্তগুলোতেও তাহসান প্রতিযোগীদের ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করেছেন। তার এই আন্তরিকতা ও মাধুর্য দীর্ঘদিন দর্শকদের মনে থাকবে। তাহসানের এই নতুন রূপ অনুষ্ঠানটির আবেদন আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।

সাইদ পরিবার প্রাপ্ত পুরস্কারের মধ্যে ছিল ২৩,৭০০ টাকার চেক, সিনেমা টিকিট, স্টেকেশন এবং আরও অনেক কিছু। পরাজিত জাহান পরিবারকেও খালি হাতে ফিরতে হয়নি। খেলায় অর্জন করা পয়েন্টের ভিত্তিতে তারা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির পক্ষ থেকে ২০,৭০০ টাকার চেক, ও সাজগোজের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার পেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বঙ্গ জানায়, দর্শকদের হাসি, প্রতিযোগিতা ও স্মরণীয় সব মুহুর্ত উপহার দিয়েছে অনুষ্ঠানটি। যারা বিভিন্ন কারণে এপিসোডটির সম্প্রচার দেখতে পারেননি, তারা বঙ্গ অ্যাপ ডাউনলোড করে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো সময়ই দেখে নিতে পারবেন এই পর্বটি। এছাড়া এনটিভিতে প্রতি মঙ্গলবার পুনরায় সম্প্রচারিত হবে।

তাহসান,উপস্থাপনা,গেম শো,উপহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত