দীর্ঘদিন পর মঞ্চে ফিরে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তাকে ঢাকার একটি হাসপাতালের ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গান গাইছিলেন সাবিনা ইয়াসমিন। এর মাঝে হঠাৎ তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।
গায়িকার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, বর্তমানে সাবিনা ইয়াসমিন চিকিৎসাধীন এবং তিনি ভালো আছেন। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হবে।
এর আগে, এইচএসবিসি আয়োজিত 'আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো' অনুষ্ঠান চলাকালীন রাত ৮টার দিকে এই অসুস্থতা দেখা দেয়।এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।