ভয়ংকর রূপে ফিরছেন অ্যালেন স্বপন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’ ফিরছেন নতুন সিজন নিয়ে। ঈদ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’। প্রথম সিজনের অমীমাংসিত রহস্য ও ৪০০ কোটি টাকার গল্প এবার সামনে আসবে।

১৪ মার্চ চরকির ফেসবুক পেজে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, টাকার স্তূপের মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন তার চিরচেনা স্টাইলে বলছেন, “আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।”

প্রথম সিজনে চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার গল্প উঠে এসেছিল। এবার নতুন সিজনে স্বপনের কাজের পরিসর বাড়তে পারে বলে ধারণা দর্শকদের।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় সিজনেও সেই রোমাঞ্চ ও রহস্য ধরে রাখবে কি না, সেটিই দেখার অপেক্ষা।