অকালপ্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক এবার মডেলিং জগতে পা রাখলেন। দীর্ঘ সময় পর সামাজিক মাধ্যমে মডেল হিসেবে দেখা গেছে তাকে। গো দেশী নামের একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। ব্র্যান্ডটির কর্ণধার সাবেরা আনোয়ার সামিরার মডেলিংয়ের ভিডিও ও ছবি শেয়ার করে তার সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন।
সামিরার মডেলিং নিয়ে সাবেরা আনোয়ার ফেসবুকে লিখেছেন, "তিনি রহস্যময়, সৌন্দর্যের অনন্য প্রতীক। সময় বদলালেও তার আভিজাত্য ও কমনীয়তা আজও অপরিবর্তিত। গো দেশীর জন্য তিনি সময় দিয়েছেন, যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি। তার মোহনীয় উপস্থিতি ও ব্যক্তিত্বের মাধুর্য ফুটে উঠেছে এই ফটোশুটে।"
সামিরা ঢাকা মেইলকে বলেন, "এটাকে শখের মডেলিং বলা যাবে না, বরং এটা চ্যারিটির মতো। আমি গো দেশীর দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পুরো আয়োজনই বিনামূল্যে করেছি, কারণ প্রতিষ্ঠানটি অন্ধদের সেবায় কাজ করে।" তিনি আরও জানান, ফটোশুটের অভিজ্ঞতা নিয়ে প্রথমে কিছুটা অস্বস্তি থাকলেও পরে তিনি উপভোগ করেছেন।
গো দেশীর সত্ত্বাধিকারী সাবেরা আনোয়ারকে সামিরা তার ছোট বোনের মতো আদর করেন। সামিরা বলেন, "সাবেরা খুব ক্রিয়েটিভ এবং দেশি পণ্য নিয়ে কাজ করে। তার দেশপ্রেম ও মানবিক চিন্তাভাবনা আমাকে আকৃষ্ট করেছে। তার প্রতিষ্ঠানের আয় থেকে অন্ধদের সেবায় অনুদান দেওয়া হয়, এটা আমাকে অনুপ্রাণিত করেছে।"
সামিরার মডেলিংয়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা তার শৈল্পিক সৌন্দর্য ও আভিজাত্যের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্যে তার স্টাইল ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর পর দীর্ঘ সময় আলোচনায় থাকেন সামিরা হক। এবার মডেলিংয়ের মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন।