অনন্ত জালিল ও জায়েদ খান কত পারিশ্রমিক নেন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

ঢালিউড অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে দর্শকমহলে ব্যাপক কৌতূহল রয়েছে। বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় ঢালিউডের তথ্য সহজে জানা না গেলেও সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে অভিনেতা অনন্ত জলিল ও জাহেদ খানের পারিশ্রমিকের তথ্য উঠে এসেছে।

অনন্ত জলিল ২০১০ সালে ‘খোঁজ–দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। গত ১৫ বছরে মাত্র আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ছবিপ্রতি তার পারিশ্রমিক ৫০ থেকে ৬০ লাখ টাকা। তবে এক কোটি টাকা না পেলে অন্য কারও ছবিতে কাজ করতে রাজি নন তিনি। সম্প্রতি ‘কিল হিম’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

অন্যদিকে, জাহেদ খান ২০০৯ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার দ্বিতীয় ছবি ‘কাজের মানুষ’-এ পারিশ্রমিক ছিল এক থেকে দেড় লাখ টাকা। সর্বশেষ ‘সোনার চর’ ছবিতে তিনি সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

ঢালিউডে অভিনেতাদের পারিশ্রমিক সাধারণত ৩ থেকে ২৫ লাখ টাকার মধ্যে থাকে। তবে নামকরা অভিনেতাদের ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি হতে দেখা যায়।