ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নুসরাত ফারিয়ার মুখে শেখ হাসিনার চরিত্র নিয়ে অনুশোচনার জবাব

নুসরাত ফারিয়ার মুখে শেখ হাসিনার চরিত্র নিয়ে অনুশোচনার জবাব

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীপন্থী তারকাদের নিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করায় তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি এক পডকাস্টে তিনি এই বিষয়ে সরাসরি কথা বলেন।

নুসরাত ফারিয়া জানান, শেখ হাসিনার চরিত্রে অভিনয় নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, ‘এই সিনেমার জন্য আমি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছর সময় দিয়েছি। নির্দিষ্ট লুক এবং শারীরিক গঠন বজায় রাখতে অনেক পরিশ্রম করেছি। এই কাজ নিয়ে অনুশোচনা করলে আমার পেশাকেই অপমান করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘একটি সরকারি প্রস্তাব আসলে তা মানা করা শিল্পীর পক্ষে কঠিন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না বলার সুযোগ আমার ছিল না।’ জুলাই আন্দোলন নিয়ে সমালোচনার জবাবে ফারিয়া বলেন, ‘আমি তখন কানাডায় ছিলাম এবং ছাত্রদের পক্ষে পোস্ট করেছিলাম। ভুল সবসময়ই ভুল।’

বর্তমানে নুসরাত ফারিয়া আসছে ঈদে ‘জ্বীন ৩’ চলচ্চিত্রে ফিরছেন। এরই মধ্যে ছবির ‘কন্যা’ গানটি ব্যাপক প্রশংসা পেয়েছে।

নুসরাত ফারিয়া,অনুশোচনা,জবাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত