পরীমণির পাশে ন্যান্সি, গৃহকর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১২:২৭ | অনলাইন সংস্করণ

ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর তার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গৃহকর্মীদের মিথ্যা অভিযোগ ও প্রতারণার বিষয় তুলে ধরেন তিনি।
ন্যান্সি বলেন, "গৃহকর্মী নির্যাতনের ঘটনা যেমন সত্যি, তেমনি গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রীও ক্ষতিগ্রস্ত হন। আমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে শুধুমাত্র গৃহকর্মীদের মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য।"
তিনি জানান, বছর দশেক আগে তার বাসার গৃহকর্মী এক দারোয়ানের সঙ্গে পালিয়ে গেলে, গৃহকর্মীর পরিবার তাকে ফাঁসানোর চেষ্টা করে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে পুলিশের সহায়তায় ওই গৃহকর্মী উদ্ধার হয়।
ন্যান্সি আরও অভিযোগ করেন, তার স্বর্ণের গয়না ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরির ঘটনায় এক গৃহকর্মী ও তার বোন জড়িত ছিল। থানায় অভিযোগ দিলে, ওই গৃহকর্মী উল্টো নির্যাতনের অভিযোগ তোলে। তবে সিসি ক্যামেরার ফুটেজে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন।
তিনি বলেন, “গৃহকর্মীদের খুশি করা কঠিন। বেতন ছাড়াও অনেক কিছু দিলেও তারা সন্তুষ্ট নয়। এমনকি রান্নার কাজ ফেলে দিয়েও যায়।”
সবশেষে তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংবাদে বাণিজ্যের বদলে মানবিকতা দেখান। নির্যাতিতা কেবল গৃহকর্মী নয়, কখনো কখনো গৃহকর্ত্রীও হতে পারেন।”