সংগীত দিয়ে যেমন মানুষের হৃদয় জয় করেছেন তেমনি মানবিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা দিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। বিভিন্ন সময় জাতীয় ইস্যু বা নাগরিক দুর্ভোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে থাকেন তিনি। এবার ঢাকার ট্রাফিক বিশৃঙ্খলা ও গণপরিবহনের বেপরোয়া আচরণ নিয়ে বাস্তবমুখী কিছু পরামর্শ দিয়েছেন এই তরুণ সংগীতশিল্পী।
শনিবার নিজের ফেসবুক পোস্টে তাসরিফ লিখেছেন, “ঢাকায় বাসগুলোর বেপরোয়া চলাচল ও রাস্তা আটকে যাত্রী ওঠানামার ফলে যে দুর্ভোগ তৈরি হয়, তা সরকারের সাধারণ নির্দেশে বন্ধ হবে বলে মনে হয় না। রং বা রুট পাল্টালেও, লাইসেন্স নবায়ন করলেও এরা ধর্মঘটের আশ্রয় নেয়। অন্যদিকে, সিসিটিভি বা ট্রাফিক পুলিশ দিয়েও পুরো শহর নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
এই বাস্তবতা বিবেচনায় তাসরিফ প্রযুক্তিনির্ভর একটি সমাধানের প্রস্তাব দেন। তার মতে, “একটি অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট চালু করে, যেখানে সাধারণ মানুষ ছবি বা ভিডিওসহ ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ করতে পারবে, সেটি কার্যকর হতে পারে। অপরাধ অনুযায়ী জরিমানা নির্ধারণ করা যেতে পারে।”
তিনি বলেন, “বাসচালকের নয়, জরিমানা আদায় করা উচিত বাস মালিক বা কোম্পানির কাছ থেকে। কারণ ড্রাইভার মালিকের নির্দেশ মানতে বাধ্য হয়। এভাবে যদি কোম্পানিগুলো প্রতিদিন তাদের গাড়ির ভুলের জন্য বড় অঙ্কের জরিমানা গুনতে বাধ্য হয়, তবে নিজেরাই চালকদের নিয়ন্ত্রণে রাখবে।”
তাসরিফ বিশ্বাস করেন, এই প্রক্রিয়া চালু হলে পরিবহন খাতে অনিয়ম অনেকাংশেই কমে যাবে এবং জনগণ নিজেরাও ট্রাফিক ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।
তিনি আরও বলেন, “দেশ কখন বিদেশের মতো হবে জানি না, তবে ছোট ছোট পদক্ষেপ নিলে পরিবর্তন শুরু হবে। শুধু বাস নয়—ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি সবধরনের পরিবহন ব্যবস্থায় এই নিয়ম চালু করা গেলে সুফল দ্রুত মিলবে বলে আমি বিশ্বাস করি।”
তাসরিফের এমন জনমুখী পরামর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মত দিয়েছেন, নাগরিক সমস্যার এমন সচেতন উচ্চারণ তারকাদের পক্ষ থেকে আসা আরও বেশি প্রয়োজন।