ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

যে কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বরিয়ার প্রেম

যে কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বরিয়ার প্রেম

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও বলিউডের ভাইজান সালমান খানের প্রেম কাহিনি একসময় বলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয় ছিল। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শুটিং সেটে গড়ে ওঠা তাদের প্রেমের সম্পর্ক এক সময় পরিণয়ের গুজবও তৈরি করেছিল। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টিকেনি। ভাঙনের পেছনের কারণগুলো সময়ের পরিক্রমায় ধীরে ধীরে সামনে এসেছে।

১৯৯৭ সালে তামিল ছবি ইরুভার–এর মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ঐশ্বরিয়া। একই বছর বলিউডে অভিষেক হয় আর পেয়ার হো গয়া সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের শুরুটা যদিও খুব একটা সফল ছিল না, তবে ‘হাম দিল দে চুকে সনম’-এর সাফল্যের পর থেকে ক্যারিয়ার উড়তে শুরু করে।

এই ছবিতেই কাজ করতে গিয়েই সালমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়ান ঐশ্বরিয়া। শুরুতে তাদের সম্পর্ক ঘিরে চারদিকেই ছিল উচ্ছ্বাস আর আগ্রহ। কিন্তু ধীরে ধীরে সম্পর্কটি হয়ে ওঠে নিয়ন্ত্রণমূলক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঐশ্বরিয়া কোন ছবিতে কাজ করবেন বা কোন অভিনেতার সঙ্গে কাজ করবেন, সে বিষয়ে হস্তক্ষেপ করতে থাকেন সালমান।

সম্পর্কে দুরত্ব বাড়ে সালমানের আচরণের কারণে। একবার গভীর রাতে ঐশ্বরিয়ার বাসার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন সালমান। দরজা না খোলায় আত্মহত্যার হুমকিও দেন তিনি। ঘটনাটি সে সময় সংবাদমাধ্যমে বড় শিরোনাম হয়েছিল।

এর কিছুদিন পর সালমান জড়িয়ে পড়েন হরিণ শিকার কেলেঙ্কারিতে। একই সময়ে, সালমানের সঙ্গে তার সাবেক প্রেমিকা সোমি আলির যোগাযোগ রাখার খবরও উঠে আসে। এমনকি শোনা যায়, সালমান সোমির বাবার চিকিৎসার জন্য অর্থ পাঠিয়েছিলেন—এই বিষয়টি ঐশ্বরিয়া মেনে নিতে পারেননি।

অন্যদিকে সালমানের মদ্যপানের অভ্যাস এবং তার আগ্রাসী আচরণ সম্পর্কটিকে আরও দুর্বল করে তোলে। ঐশ্বরিয়ার পরিবার, বিশেষ করে তাঁর বাবা কৃষ্ণরাজ রাই, সালমানকে একেবারেই পছন্দ করতেন না। এক সাক্ষাৎকারে সালমান নিজেই বলেন, “ওর বাবা আমাকে মেনে নিতে পারেননি। আমার আগের সম্পর্কগুলো ওর পরিবারের অস্বস্তির কারণ ছিল।”

সবকিছু মিলিয়ে ধীরে ধীরে ফিকে হয়ে যায় তাদের প্রেম, এবং শেষমেশ সম্পর্কের ইতি ঘটে।

প্রায় দুই দশক পেরিয়ে গেছে সেই বিচ্ছেদের পর। ঐশ্বরিয়া এখন অভিষেক বচ্চনের স্ত্রী এবং এক কন্যা সন্তানের মা। অন্যদিকে সালমান খান আজও অবিবাহিত। বহু সম্পর্কের গুঞ্জন থাকলেও কোনো সম্পর্কই বিয়েতে গড়ায়নি।

সালমান-ঐশ্বরিয়া,প্রেম,বিচ্ছেদ,কারণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত