ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জন্মদিনে আল্লুর নতুন সিনেমার ঘোষণা

জন্মদিনে আল্লুর নতুন সিনেমার ঘোষণা

দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের জন্মদিন ঘিরে জমজমাট হয়ে উঠেছিল তার বাড়ির সামনের পরিবেশ। সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত ছিল এলাকা। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন হাজারো অনুরাগী। সেই অপেক্ষার শেষ হয় বিকেলের দিকে—নিজ হাতে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা গ্রহণ করেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা।

আজ, মঙ্গলবার (৯ এপ্রিল), আল্লু আর্জুনের ৪৩তম জন্মদিন। সাদা টি-শার্ট, কালো ট্রাউজার ও কালো সানগ্লাসে তার স্টাইলিশ উপস্থিতি আরও বাড়িয়ে দেয় ভক্তদের উত্তেজনা। কিছুক্ষণ ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বাড়ির ভিতরে ফিরে যান।

এরই মধ্যে সোমবার রাতেই পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করেছেন এই তারকা। স্ত্রী স্নেহা রেড্ডি সেই মুহূর্তের ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেক কাটার ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থেকো, আনন্দে থেকো।”

জন্মদিনেই আসে আরও বড় চমক—নতুন সিনেমার ঘোষণা! বহুদিন ধরেই গুঞ্জন ছিল ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন আল্লু আর্জুন। এবার সেই খবর সত্যি হলো। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আল্লু ও অ্যাটলি একসঙ্গে প্রবেশ করছেন হলিউডের এক বিশ্বখ্যাত ভিএফএক্স স্টুডিওতে, যারা মার্ভেল সিরিজ এবং অবতার-এর মতো বিখ্যাত সিনেমার সঙ্গে যুক্ত ছিল।

এই নতুন ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘‘এএ ২২’’, এবং এটি হবে একটি একশনধর্মী চলচ্চিত্র। ছবির ভিএফএক্সের মান ও আন্তর্জাতিক জড়িতি দেখে বোঝা যাচ্ছে, এটি হতে চলেছে আল্লুর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি।

আল্লুর,জন্মদিন,সিনেমা,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত