ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় স্তব্ধ বিশ্ব মানবতা। অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রতিদিনই ঝরছে নিষ্পাপ প্রাণ, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। শিশুর কান্না, আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
এই মানবিক বিপর্যয়ে চুপ থাকেননি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কার্যালয়ের সামনে তিনি এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে ‘নিসচা’র সদস্যদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন তিনি। মিছিলটি জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে মানবতার পক্ষে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন কাঞ্চন।
এই সময় তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এখন সহ্যের সীমা ছাড়িয়েছে। শিশুদের ওপর হামলা, সাধারণ মানুষকে পাখির মতো হত্যা—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলের এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ফলে কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েলি বাহিনী। এমনকি তাদের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি শীতল মনোভাব দেখাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘গাজা ও রাফায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের নীরবতা অত্যন্ত হতাশাজনক। বরং ইউরোপ, আমেরিকা, এমনকি তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ অনেক বেশি সোচ্চার প্রতিবাদে। এই প্রতিরোধই একদিন হানাদারদের থামিয়ে দেবে।’