ফরিদপুর চিনিকল
আখচাষিদের ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধন
প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ০০:০০ | অনলাইন সংস্করণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখ চাষিদের রোপা আখচাষি ও পদ্ধতিগত মুড়ি আখ চাষিদের আর্থিক সহায়তা হিসেবে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তুকির টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে চিনিকলে কর্মরত ও আখচাষি আবুল বাসার ও কাজল বসুর হাতে নগদ টাকা তুলে দিয়ে ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল বারী। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি কাজল বসু, ডিজিএম (সম্প্রসারণ) আবুল বাশার, সিপিও প্রবীর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমানসহ চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোট ৩ হাজার ৭২০ জন আখচাষিকে শিওর ক্যাশের মাধ্যমে ৬৯ লাখ ৮৪ হাজার টাকা প্রদান করা হবে। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালীতে অবস্থিত ‘ফরিদপুর চিনিকলে’ আখের পোকা দমন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৩ ও ২১নং ইউনিটের আখচাষি দাউদ, কাইয়ুম, বাহাদুর ও লিটন শেখের জমিতে কীটনাশক স্প্রে করার মাধ্যমে পোকা দমন কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি কাজল বসু ডিজিএম (সম্প্রসারণ) আবুল বাশার, সিপিও প্রবীর মল্লিক উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান, ইক্ষু উন্নয়ন সহকারী হাসিম আল জায়িদ, শরিফুল ইসলাম, সুজতি রায়সহ জমির আখচাষিরা। মো. আবদুল বারী বলেন, এ সময় হোয়াইট গ্রাব ও ঘাসফড়িং আখের ক্ষতি করে থাকে। এজন্য প্রয়োজনীয় কীটনাশকসহ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।