হবিগঞ্জে হাঁস পালন
সফল হলে ছাগল দেবে জেলা প্রশাসন
প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ০০:০০ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে অসহায় হয়ে পড়েছে দরিদ্র পরিবারের বাসিন্দারা। তারা কাজে যেতে পারছে না। আগের মতো কাজও নেই। বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। ক্রয় করা হয় ৫০০ হাঁস। হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ পরিবারের তালিকা করা হয়। সিদ্ধান্ত হয় প্রত্যেক পরিবারকে পাঁচটি করে হাঁস উপহার দেওয়ার। ২ জুলাই দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হাঁসগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা প্রশাসক জানান, আর্থিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে এ হাঁস উপহার দেওয়া হয়েছে। পরবর্তীতে হাঁস পালনে সফল হলে একটি করে ছাগল দেওয়া হবে।