ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কম্পিউটার স্লো হলে করণীয়

কম্পিউটার স্লো হলে করণীয়

হার্ড ড্রাইভের স্টোরেজ কমে যাওয়ার কারণে আমাদের ব্যবহৃত কম্পিউটার স্লো হয়ে যায়। কখনো কখনো এতোটাই স্লো হয়ে যায় যে কোনো কাজই ঠিক মতো করা যায় না। তবে কয়েকটি নিয়ম অনুসরণ করলে দ্রুত এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন তাহলে জেনে নেই এ সমস্যা থেকে মুক্তির উপায়-

অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন

ল্যাপটপ বা ডেস্কটপে দীর্ঘদিন কাজ করার পর অব্যবহৃত ফাইল জমা হয়। দীর্ঘদিন ধরে ফাইল জমা হলে স্টোরেজ ড্রাইভের জায়গা নষ্ট হয়। এ কারণে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন। তাছাড়া ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। বর্তমানে একাধিক ক্লাউড ড্রাইভ বিনামূল্যে পাওয়া যায়। স্টোরেজের সমস্যা হলে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।

কম্পিউটারের ওএস আপডেট করুন

নিয়মিত আপনার কম্পিউটারে কিছু না কিছু আপডেট হতে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি আপডেট ইন্সটল করা দরকার। প্রতিটি আপডেটে কিছু না কিছু সিকিউরিটি এবং বিভিন্ন ফাইল পাঠানো হয়। যার ফলে ল্যাপটপ আপডেট করা খুবই জরুরি।

র‌্যাম বাড়ানো

ল্যাপটপ বা ডেস্কটপ উভয় ক্ষেত্রেই র‌্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে যে সিস্টেমের র‌্যাম যত বেশি, সেই সিস্টেমের কার্যক্ষমতা তত বেশি। যখন কম্পিউটারের ওপর চাপ বৃদ্ধি পায়, তখন র‌্যাম পরিবর্তন করা দরকার। সাধারণত র‌্যামের সক্ষমতা বৃদ্ধি পেলে পিসি হ্যাং হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। পাশাপাশি কম্পিউটারের গতি বাড়ে।

রিস্টার্ট করুন

অনেকেই আছেন, কাজ শেষ করার পর সঠিক ভাবে কম্পিউটার বন্ধ করেন না। এক্ষেত্রে কম্পিউটারের সিস্টেমের উপর চাপ পড়ে। তাই প্রতিবার কাজ শেষ করার পর সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করুন। এমনকি কম্পিউটারের গতি কমলে রিস্টার্ট করুন। এতে সমস্যা সমাধান হবে।

কম্পিউটার,স্লো,মুক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত