শুধু যে যোগাযোগের জন্য তা নয়, এখন অফিসিয়াল বহু কাজ হয় হোয়াটসঅ্যাপেই। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। তা সত্ত্বেও মাঝে মধ্যেই হ্যাকার হানার অভিযোগ ওঠে। সেসব দিক মাথায় রেখে আগেই একাধিক ফিচার এনেছে মেটার হোয়াটসঅ্যাপ।
এবার নিরাপত্তায় বাড়তি নজর। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে ই-মেইল ভেরিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যদিও এটি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এ ফিচার নিয়ে কাজ চলছে। তবে যে শুধু নিরাপত্তার স্বার্থেই এ ফিচার তা নয়, রয়েছে আরও কিছু সুবিধা। ধরুন রাস্তায় বেরিয়ে হারিয়ে ফেলেছেন মোবাইল। হারিয়েছে সিম। ফলে পুরোনো হোয়াটসঅ্যাপে লগ ইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। ধরুন নেটওয়ার্ক সমস্যার জন্য ওটিপি আসছে না, সেক্ষেত্রেও ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।