রমজানে ৯৯৯ টাকায় বিশেষ স্ক্রিন প্রোটেকশন প্ল্যান দিচ্ছে অপো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৯:০৮ | অনলাইন সংস্করণ
চলছে পবিত্র মাস রমজান। এই উপলক্ষে গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ অফার দিচ্ছে বিখ্যাত স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। এতে আরও নিখুঁত ও উজ্জ্বল ডিসপ্লে উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। কারণ, এই অফারের ফলে অপো ব্যবহারকারীদেরকে আর ক্ষতিগ্রস্ত ডিসপ্লে ব্যবহার করতে হবে না।
এই স্ক্রিন প্রোটেকশন প্ল্যানের মাধ্যমে অফার চলাকালীন অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়া, আঁচড় লাগা ও ভেঙে যাওয়ার ফলে মোবাইল ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে তা একবার পরিবর্তন করতে পারবেন।
মাত্র ‘৯৯৯ টাকা’র এই স্ক্রিন প্রোটেকশন প্ল্যান অফারের মাধ্যমে ফোন কেনার এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত ডিসপ্লে দ্রুত ও বিনামূল্যে ঠিক করে নিতে পারবেন। তাই ফোনের স্ক্র্যাচসহ ডিসপ্লের অন্য যেকোনো সমস্যায় আর কোনো
দুশ্চিন্তা নেই। অপো’র বিশেষ যত্নে আপনার ফোনের ডিসপ্লে দিনের পর দিন ও মাসের পর মাসও থাকবে উজ্জ্বল।
১০ মার্চ থেকে ১৫ এপ্রিল, ২০২৪ পর্যন্ত অপোর অথোরাইজড ব্র্যান্ড স্টোর থেকে অপোর ডিভাইস কেনার মাধ্যমে এই বিশেষ অফারটি পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে দুশ্চিন্তা দূর করতে অপোর এই ডিসপ্লে রিপ্লেসমেন্ট অফার গ্রাহকদের জন্য বিক্রয় পরবর্তী সেবায় অপোর দৃঢ় প্রতিশ্রুতির অংশ।