নান্দনিকতা নিয়ে বাংলাদেশে আসছে অপো এ৬০
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৯:৩০ | অনলাইন সংস্করণ
স্মার্টফোন টেকনোলজি ব্র্যান্ড অপো বাংলাদেশে নিয়ে আসছে আরও একটি লেটেস্ট স্মার্টফোন। নিত্যনতুন উদ্ভাবনের এই রোমাঞ্চকর সময়ে ব্যবহারকারীদের এক অসাধারণ অভিজ্ঞতা দেবে অপো এ৬০ হ্যান্ডসেটটি।
স্মার্টফোন ইন্ডাস্ট্রির ধারণাকে বদলে দিয়ে অপো এ৬০-তে থাকবে স্বাচ্ছন্দ্য ও ফ্যাশনের দারুণ সমন্বয়।
হ্যান্ডসেটটির স্লিম বডি এর স্টাইলকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। আর তাই এতে অনেকটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রত্যাশা করা যেতে পারে। চমৎকার লুকের হ্যান্ডসেটটি হাতে বা পকেটে নেওয়ার জন্যও অত্যন্ত মানানসই। এর ব্যবহার দৈনন্দিন যোগাযোগে দেবে শৈল্পিক এক ছোঁয়া।
স্লিম বডির অপো এ৬০-তে আকর্ষণীয় লুকের সাথে থাকবে দারুণ সব ফাংশন। সহজে বহনযোগ্য হ্যান্ডসেটটি বেশ পাতলা ও হালকা হলেও এর স্টাইলে কোনো অংশে কমতি নেই। এর মসৃণ আকার ও গোলাকৃতির কোণাগুলি হাতে রাখার স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিশ্চিত করবে দারুণ লুক। অপো এ৬০-তে প্রতিটি স্পর্শই হয়ে উঠবে উপভোগ্য।