টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইন্টারনেটভিত্তিক দেশীয় শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য প্রস্তাবিত ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশে। মঙ্গলবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেয়েফায়েড ফেসবুক পেজ ও প্রোফাইলে এক বার্তায় এই তথ্য জানান।
স্টার্ট আপ বাংলাদেশের ফেসবুক পোস্টটি রি-শেয়ার করে পলক লিখেছেন, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।’
উল্লেখ্য, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
আবা/এসআর/২৪