চালু হলো মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১৫:৫০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
একদিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ আগস্ট) ২টার পর মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। এর আগে সারাদেশে দুই ঘণ্টা ন্ধ থাকার পরে বব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়।
জানা গেছে, এদিন বেলা সোয়া একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। তবে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশ আসেনি। সূত্রটি তখন বলছিল, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
এর আগে গতকাল সাত দিনের মাথায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর–জি সেবা বন্ধ করা হয়। শনিবার সংস্থাটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু–জির মাধ্যমে কথা বলা যায়।
আবা/এসআর/২৪