ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকায় ইন্টারন্যাশনাল টেক এক্সপো

ঢাকায় ইন্টারন্যাশনাল টেক এক্সপো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক এক্সপো। প্রযুক্তি উদ্ভাবন, নতুন ভাবনার বিনিময় ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হয় প্রদর্শনীটি।

চলতি আয়োজনে প্রায় ২৫০টির বেশি প্রদর্শক তাদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করবেন, যা প্রযুক্তিপ্রেমীর জন্য হবে জ্ঞানের মিলনমেলা। অংশগ্রহণকারীরা শুধু পণ্য প্রদর্শনীই করবেন না, থাকবে মূল্যছাড় ও কুপন অফার। সাশ্রয়ী দামে কেনা যাবে প্রযুক্তিপণ্য।

যা থাকছে আয়োজনে

বিশেষ প্রদর্শনী জোনে থাকবে গেমিং জোন, ভিআর জোন, ফাইভজি এক্সপেরিয়েন্স জোন, মেডটেক, ফিনটেক থেকে শুরু করে ই-কমার্স ও প্রযুক্তি খাত ঘিরে উদ্ভাবনীতে পরিপূর্ণ। দর্শনার্থী সাম্প্রতিক প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন, লাইভ ডেমোতে অংশ নিতে পারবেন এবং নতুন প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করবেন। রাউন্ড টেবিল ও সেমিনারে খ্যাতনামা বক্তা ও বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তির সব দিক নিয়ে আলোচনা করবেন, নতুন আইডিয়া শেয়ার করবেন এবং প্রযুক্তির ভবিষ্যতের ওপর আলোকপাত করবেন। উদ্যোক্তারা জানান, প্রদর্শনীতে স্টার্টআপ, সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে আইডিয়া বিনিময়ে উত্তম প্ল্যাটফর্ম হবে এ আয়োজন।

দর্শক বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক এক্সপোতে অংশ নিয়ে তাদের ব্র্যান্ডকে পরিচিত করার ও প্রযুক্তি ইন্ডাস্ট্রির মূল সিদ্ধান্ত গ্রহণকারী, প্রভাবশালী ব্যক্তি ও সম্ভাব্য ব্যবসা সংযোগ স্থাপনে সুযোগ পাবেন। এটি প্রযুক্তি ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিতে এবং নতুন অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। আগ্রহী ও প্রযুক্তিপ্রেমীর জন্য স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিকস ছাড়াও প্রায় সব পণ্যতেই থাকবে বিশেষ অফার আর ছাড়।

উদ্যোক্তা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ এজের সিওও আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশে এমন ইভেন্টের আয়োজক হওয়া সত্যিই আনন্দের। আশা করছি, অংশগ্রহণকারী প্রদর্শকরা চমৎকার সৃজনশীলতা ও উদ্ভাবন নিয়ে উপস্থিত হবেন। শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়; বরং উদ্ভাবনের, সহযোগিতার ও অগ্রগতির মিলনমেলা হবে এবারের আসর।

সম্মেলন,এক্সপো,মিলনমেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত