ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ছয় মাসে ৯ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ

ছয় মাসে ৯ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপ বাংলাদেশ

সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড দেশে স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ডিজিটাল উদ্ভাবন, প্রযুক্তিগত সমাধান এবং উদ্যোক্তা সংস্কৃতির ওপর জোর দিয়ে প্রতিষ্ঠানটি একটি টেকসই স্টার্টআপ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

গত ছয় মাসে বিভিন্ন উদ্ভাবনী স্টার্টআপে মনোনীত মোট ১১.১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ৯.০২৫ কোটি টাকা হস্তান্তর করেছে রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থ ৯টি প্রতিশ্রুতিশীল স্টার্টআপে নতুন বিনিয়োগ এবং ফলো-অন ইনভেস্টমেন্ট করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। সম্প্রতি বিনিয়োগকৃত স্টার্টআপদের মধ্যে উল্লেখযোগ্য হলো: টেন মিনিট স্কুল লিমিটেড- দেশের শীর্ষস্থানীয় এডটেক প্ল্যাটফর্ম; সেবা প্ল্যাটফর্ম লিমিটেড- দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্ম; এবং শেয়ারট্রিপ- ভ্রমণ প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা একটি স্টার্টআপ।

এছাড়া, বিনিয়োগকৃত স্টার্টআপদের মধ্যে প্রাথমিক পর্যায়ের কয়েকটি স্টার্টআপ রয়েছে যেমন- পেরেন্টসকেয়ার লিমিটেড- বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি স্টার্টআপ; ডুবোটেক ডিজিটাল লিমিটেড- একটি দ্রুত বর্ধনশীল আন্ডারওয়াটার রোবোটিক্স কোম্পানি; সক্রিয় টেকনোলজিস লিমিটেড- দেশের রিটেইল ব্র্যান্ডগুলোর জন্য একটি ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম; ইংলিশ চ্যাম্প লিমিটেড- শিশুদের ইংরেজি শেখার জন্য একটি এডটেক প্ল্যাটফর্ম; এরিয়া ৭১ ভেঞ্চার লিমিটেড- আমাজন এফবিএ কোর্স প্রদানকারী একটি অনুমোদিত আমাজন এসপিএন পার্টনার; এবং বুকশনারি লিমিটেড- একটি অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার স্টাট অফ বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে স্টার্টআপ বাংলাদেশ-এর আওতায় এ ফান্ড অব ফান্ডস চালুর করার প্রস্তুতি চলছে

এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব ও বোর্ড চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী বলেছেন, “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড -এ আমাদের প্রতিশ্রুতি কেবল স্টার্টআপদেরকে অর্থায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আমরা একটি সমৃদ্ধ ও টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গঠনের দিকে মনোযোগী যা উদ্যোক্তাদের উদ্ভাবনে নেতৃত্ব দেয়ার মত সক্ষম করে গড়ে তুলবে। প্রতিশ্রুতিশীল স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যা টেকসই প্রবৃদ্ধিকে আরও উৎসাহিত করবে এবং বাংলাদেশকে ডিজিটাল উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতির একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের এ অগ্রযাত্রা ত্বরান্বিত করবে। ‘ফান্ড অফ ফান্ডস’ চালু করা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি যুগান্তকারী ও পরিবর্তনকারী পদক্ষেপ হবে, যা উদ্ভাবনকে ত্বরান্বিত করার জন্য মূলধন এবং সম্পদের প্রবাহকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে”।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তরুনদের আগামী দিনের স্টার্টআপ ফাউনডার হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা থাকলেও, তহবিলের অ্যাক্সেস একটি গুরুত্বপূর্ণ বাধা। এটি মোকাবিলা করতে, আমরা একটি ফান্ড অফ ফান্ডস চালু করছি যাতে শক্তিশালী ভিসি ইকোসিস্টেম গড়ে তোলা যায়। ফেব্রুয়ারিতে, আমরা ডিভিশনাল ইয়ুথ স্টার্টআপ সামিট আয়োজন করব, যা তরুণদের স্টার্টআপ সম্পর্কে অনুপ্রাণিত করবে, এবং শীঘ্রই বাংলাদেশ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করবে। এই উদ্যোগগুলো স্টার্টআপগুলোকে পুঁজির পাশাপাশি মেন্টরশিপ এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করবে, যার মাধ্যমে তারা ইনোভেটিভ আইডিয়াগুলোকে প্রভাববিস্তারকারি সমাধানে রূপান্তরিত করতে সক্ষম হবে। স্টার্টআপ খাতে উদ্ভাবনাকে উৎসাহিত করে, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং সামাজিকভাবে দায়িত্বশীল উদ্যোগকে প্রেরণা দেওয়ার লক্ষ্যে কাজ করছি। এই প্রচেষ্টার মাধ্যমে, স্টার্টআপ বাংলাদেশ একটি সম্ভাবনাময় ইকোসিস্টেম তৈরি করছে, যা বাংলাদেশকে ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি বৈশ্বিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে, সেইসাথে তরুণদের ভবিষ্যতের সমাধান নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করবে।”

স্টার্টআপ বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত