ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সমস্যা ঠিক করতে কাজ চলছে: ফেইসবুক

সমস্যা ঠিক করতে কাজ চলছে: ফেইসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রশ্নের উত্তরে ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, ‘কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি।’

‘যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

স্বাধীন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারো আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও যাচ্ছে দেরিতে।

সমস্যা বেশি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। বাংলাদেশের ব্যবহারকারীরাও অভিযোগ করছেন।

অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে।

চলতি বছর এর আগেও ফেইসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেইসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়।

ফেইসবুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত