ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউটিউব থেকে 'সিলভার প্লে বাটন' পেলেন আজহারী

ইউটিউব থেকে 'সিলভার প্লে বাটন' পেলেন আজহারী

ইউটিউব চ্যানেল খোলার কয়েকদিনের মধ্যে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ‘সিলভার প্লে বাটন’ অ্যাওয়ার্ড পেলেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারে সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। কোনো ভিডিও আপলোড ছাড়াই নজিরবিহীনভাবে ‘সিলভার প্লে বাটন’ অ্যাওয়ার্ড লাভ করলেন তিনি।

এরআগে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে এক ফেসবুকে স্ট্যাটাসে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করার কথা জানান দেশের জনপ্রিয় এই ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ..অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।’’

ফেসবুকে ওই স্ট্যাটাস দেয়ার পর থেকেই হু হু করে বাড়তে থাকে আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। নতুন এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড না দিলেও তিন দিনের মধ্যে ৩ লাখের বেশি মানুষ সেটিতে সাবস্ক্রাইব করেছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে আসে তার ইউটিউব চ্যানেল খোলার খবরটি। ভক্তরা এই উদ্যোগের শুভ কামনা করে অভিনন্দনে ভাসিয়েছেন।

এদিকে, অগণিত ভক্তের কাছ থেকে নজিরবিহীন সাড়া পাওয়ার পর রোববার অপর এক স্ট্যাটাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজহারী লিখেছেন, ‘‘আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম।

যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে মোবারকবাদ।’’

প্লে বাটন' পেলেন আজহারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত