ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লেবাননের উপকূলে অভিবাসীদের নৌকাডুবি, উদ্ধার ২৩২

লেবাননের উপকূলে অভিবাসীদের নৌকাডুবি, উদ্ধার ২৩২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের উপকূলীয় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখান থেকে ২৩২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছেন ২ জন।

জানা গেছে, ডুবে যাওয়া নৌকাটি লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে লোকজনকে পরিবহন করছিল। লেবাননের উপকূলের অভিবাসী বহনকারী নৌকা ডুবে যাওয়ার পর নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

ত্রিপোলির বাসিন্দারা জানিয়েছেন, একজন সিরীয় নারী এবং শিশু মারা গেছে।নৌকাটিতে লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশু ছিল।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নৌকাটিতে করে অবৈধভাবে লেবাননের আঞ্চলিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন অভিবাসীরা। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর তিনটি জাহাজের সাহায্যে সেলাতা উপকূলে ডুবে যাওয়ার স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরে সেখান থেকে প্রায় ২০০ জনকে উদ্ধার করা হয়।

গত সেপ্টেম্বরে উত্তর সিরিয়ার বন্দর শহর টারতুস উপকূল থেকে ৩৪ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া যায়।

ইউরোপ,মধ্যপ্রাচ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত