দীর্ঘ বৈরিতা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা। রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
নিকোলাস মাদুরো বলেন, অব্যাহত নিষেধাজ্ঞা তার দেশকে পঙ্গু করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করতে তিনি আগ্রহী।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান ও আগামী প্রশাসনের সঙ্গে কূটনৈতিক, কনস্যুলার ও রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিতে ভেনেজুয়েলা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, তার দেশ সম্মানজনক সম্পর্কের জন্য সর্বোচ্চ পর্যায়ে সংলাপের জন্য প্রস্তুত।