ইউক্রেনে যুদ্ধবিরতির পূর্বাভাস সাবেক ন্যাটো জেনারেলের
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ
২০২৩ সালের মাঝামাঝিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতির আশা দেখছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক জেনারেল। জার্মানি সাবেক সেনা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তা হ্যান্স-লোথার ডোমরোজ সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় এই গ্রীষ্মে উভয়পক্ষ বলবে, এটি আর হচ্ছে না।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের দিকে উভয়পক্ষের মধ্যে যুদ্ধের গতি অচলাবস্থায় পৌঁছাতে পারে। তখনই যুদ্ধবিরতির আলোচনার মুহূর্ত হবে বলে মনে করেন তিনি।
ডোমরোজ ইউরোপে ন্যাটো কমান্ডে জ্যেষ্ঠ পদে দায়িত্বে ছিলেন। সাক্ষাৎকারে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, 'যুদ্ধবিরতি মানে শান্তি ফিরে আসবে এমন নয়। যুদ্ধবিরতির অর্থ গোলাগুলি বন্ধ। আলোচনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। যেখানে মধ্যস্থতাকারী থাকা প্রয়োজন।'
একজন মধ্যস্থতাকারী হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস অথবা তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে রাখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
যুদ্ধ বন্ধে এর আগেও তুরস্কে ইউক্রেন-রাশিয়ার মধ্যে বৈঠক হয়। কিন্তু আলোচনার ফলাফল ছিল শূন্য।