সেনা নিহতের জন্য মোবাইল ফোনকে দায়ী করলো রাশিয়া
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ
সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, রাশিয়ার দখলকৃত দোনেতস্ক অঞ্চলের মাকিভকা এলাকায় অবস্থিত একটি ভোকেশনাল কলেজে অস্থায়ী সামরিক ব্যারাক করা হয়েছিল। সোমবার ওই ব্যারাকে ইউক্রেন চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই ঘটনায় ৮৯ সেনা নিহত হয়েছে।
বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সেনাদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলেও তারা সেই কাজটি করেছিল। এর ফলে তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয় ইউক্রেনীয় বাহিনী।
এতে বলা হয়েছে, ‘এই বিষয়টি সেনাদের অবস্থান ও তাদের সমন্বয় চিহ্নিত করতে সহায়তা করেছিল শত্রুদের।’