ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানকে ‘ভিত্তিহীন’ অভিযোগ না করার আহ্বান তালেবানের

পাকিস্তানকে ‘ভিত্তিহীন’ অভিযোগ না করার আহ্বান তালেবানের

দিন কয়েক আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা রয়েছে। এই আস্তানা নিশানা করে হামলা চালাবে পাকিস্তান।

রানা সানাউল্লাহর এ বক্তব্যের বিষয়ে গতকাল মঙ্গলবার প্রতিক্রিয়া জানান আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। কাবুল তার এই লক্ষ্য অর্জনে সব উপায়ের প্রতি বিশ্বাস রাখে। তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে, পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তান সম্পর্কে মিথ্যা বিবৃতি দিচ্ছেন।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের ভূখণ্ড যাতে পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, তার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান তার লক্ষ্যের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তবে পাকিস্তানি পক্ষেরও ভিত্তিহীন আলোচনা ও উসকানিমূলক ধারণা এড়ানোর দায়িত্ব রয়েছে। আফগান তালেবানের সঙ্গে টিটিপির ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি টানে টিটিপি। তারপরই তারা পাকিস্তানে হামলা জোরদার করে।

পাকিস্তান,তালেবান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত