কাঁপছে দিল্লি, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ
কনকনে ঠাণ্ডা নিয়েই ঘুম ভাঙলো দিল্লিবাসীর। চলতি শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা দেখেছে ভারত রাজধানী দিল্লি। সর্বনিম্ন ১. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার দক্ষিণ পশ্চিম দিল্লির আয়ানগরে এই তাপমাত্র রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন দিল্লিতে চলবে শৈত্যপ্রবাহ। ফলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
গত কয়েকদিনের তুলনায় শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার মোড়ানো দিল্লি। হু হু করে নামছে পারদ। দুপুর গড়ালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। দিল্লিতে শুক্রবার দুপুরে ১ টায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না স্থানীদের। প্রভাব পড়েছে রেল চলাচলে। কুয়াশার কারণে ১ থেকে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে কোনও কোনও ট্রেন।
এর আগে দিল্লির আবহাওয়া বিভাগ গতকাল বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৪.৪ ডিগ্রি এবং মঙ্গলবার ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।