২০ বছর পর কারামুক্ত যুক্তরাষ্ট্রের গুপ্তচর

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ | অনলাইন সংস্করণ

  অনলাইন সংস্করণ

   
দীর্ঘ ২০ বছর জেল যাপনের পর মুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের গুপ্তচর এনা মন্তেস। কিউবার হয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০০১ সালে এনাকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ৬৫ বছর বয়সি এনা তাদের গোয়েন্দা বিভাগের হয়ে কাজ করলেও কিউবার কাছে গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন।

২০০১ সালে তাকে আটক করার পর মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, এনা কিউবায় যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা কার্যক্রমের তথ্য ফাঁস করে দেন। অপর এক কর্মকর্তা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হাতে আটক গুপ্তচরদের মধ্যে এনা ছিলেন ‘সবচেয়ে ক্ষতিকর।’ অভিযোগ অনুযায়ী, মার্কিন এ নারী গুপ্তচর কিউবার হয়ে গুপ্তচরগিরি শুরু করেন ১৯৮৪ সালের পর। তিনি মূলত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং তার প্রশাসনের কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ ছিলেন।