ইংল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের প্লেট-চামচ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:২০ | অনলাইন সংস্করণ
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি প্লেট-চামচ-কাঁটাচামচ ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
রবিবার (৮ জানুয়ারি) দেশটির পরিবেশমন্ত্রী থেরেসে কফি এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রতিদিন বাড়তে থাকা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুক্তরাজ্যে প্লাস্টিক দূষণ রোধে ইতোমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রতিদিন লাখ লাখ প্লাস্টিকের প্লেট ও কাঁটাচামচের ব্যবহারের কারণে প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতি হচ্ছে— তা রোধে বর্তমান এই পদক্ষেপটি কার্যকর হবে। আমি এই ইস্যুতে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই।
এদিকে দেশটির পরিবেশকর্মীরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এ ঘোষণার মধ্য দিয়ে প্রায় পুরো যুক্তরাজ্যে প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ হলো। এর আগে স্কটল্যান্ড ও ওয়েলসে এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছিল। এখন শুধু বাকি আছে নর্দার্ন আয়ারল্যান্ড।
২০২০ সালে ইংল্যান্ডে প্লাস্টিকের স্ট্রপাইপ, কটনবাডের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো প্লেট-চামচ।
ইংল্যান্ডে প্রতি বছর গড়ে ১১০ কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট এবং ৪০০ কোটি চামচ-কাঁটাচামচ ব্যবহৃত হয়; এবং মাথাপিছু হিসেবে এক একজন ইংল্যান্ডবাসী প্রতি বছর ব্যবহার করেন অন্তত ১৮টি প্লেট এবং ৩৭টি চামচ-কাঁটা চামচ।