যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বৃহস্পতিবার ৩৫টির বেশি টর্নেডো রেকর্ড করেছে। এতে ৩ কোটিরও বেশি মানুষ ঝুঁকিতে পড়েন।
আলাবামার সেলমা শহরে বড় একটি টর্নেডো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডব্লিউএস। অটাউগা কাউন্টিতে ৬ জন মারা গেছেন।
টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।