নিয়োগের তিন মাস পর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর দ্য গার্ডিয়ানের। পূর্ব ইউক্রেন থেকে পিছু হটার কয়েক মাস পর আবারও সংঘবদ্ধ হয়ে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী। এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিলেন পুতিন।
ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সের্গেই সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতবছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে কথিত বিশেষ অভিযান শুরু করে ক্রেমলিন। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র বানিয়ে সেখানে চলছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার মধ্যকার অঞ্চলগত কর্তৃত্বের লড়াই।