তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৭
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ | অনলাইন সংস্করণ
তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস’র তথ্যানুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আশপাশের অঞ্চল। ভূমিকম্পটি এতই প্রবল ছিল যে ৭০০ কিলোমিটার দূরে রাজধানী আঙ্কারাতেও এটি অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থলে গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল থেকে আঘাত হানে এটি। এ ঘটনায় বহু ভবন ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে বহু মানুষ আটকে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ৯ দশমিক ৯ কিলোমিটার।