ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বে করোনায় বেড়েছে শনাক্ত 

বিশ্বে করোনায় বেড়েছে শনাক্ত 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ৩৬০ জন। আগের দিন মারা গেছেন ৯৪৫ জন ও সংক্রমিত হন ১ লাখ ১৩ হাজার ৭৬ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ২২৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯৪ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৯১ লাখ ৩২ হাজার ১৪৭ জন।

গত কয়েকদিনের মতো পুরো বিশ্বে সংক্রমণের দিক দিয়ে সবার উপরে আছে এশিয়ার দেশ জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৪৩৮ জন। আগের দিনের তুলনায় যা প্রায় ১০ হাজার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৩৯৪ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ১২০ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৩ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ জন মারা গেছেন জাপানে। আগের দিন মৃত্যুর দিক দিয়েও এগিয়ে ছিল জাপান। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। আর তৃতীয় সর্বোচ্চ ৯৪ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব,করোনাভাইরাস,আক্রান্ত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত