ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাজিল-পর্তুগালের ত্রাণ ও উদ্ধারকারী দল পৌঁছেছে তুরস্কে 

ব্রাজিল-পর্তুগালের ত্রাণ ও উদ্ধারকারী দল পৌঁছেছে তুরস্কে 

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তুরস্ক ও সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন দেশের উদ্ধারকারী সদস্যরাও।

এরই ধারাবাহিকতায় উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী, চারটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ১০টন ত্রাণ সামগ্রীসহ ৪২ জন বেসামরিক সদস্যের ব্রাজিলিয়ান একটি প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারার বিমান বন্দরে পৌঁছেছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজের আরেকটি উদ্ধার দল বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ শহর থেকে অদূরে দক্ষিনাঞ্চলের প্রদেশ আদানাতে পৌঁছায়। দলটির সঙ্গে ১৩ টন ত্রাণ সামগ্রী ও ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সিরিয়াতেও জাতিসংঘের ত্রাণবাহী ১৪টি ট্রাক দেশটির উত্তর-পশ্চিম এলাকার ইদলিব প্রদেশের বাব আল হাওয়া সীমান্ত অতিক্রম করেছে, যেটি কিনা তুর্কীর দক্ষিণে অবস্থিত হাতায় প্রদেশের সিল্ভেগজু সীমান্ত গেইট হয়ে প্রবেশ করেছে।

ক্ষতিগ্রস্থদের মাঝে এই সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এর আগে বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) ৬টি ত্রাণবাহী ট্রাক সবচেয়ে ক্ষতিগ্রস্থ তুরষ্কের ইদলিব শহরে পৌঁছায়।

ভূমিকম্প,উদ্ধারকর্মী,ত্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত