ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বে করোনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

বিশ্বে করোনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে ৬০৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ১৩ হাজার ১০৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু ৬৮ লাখ এক হাজার ৪৪০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি এক লাখ ৪৮ হাজার ৪৯৪ জনে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল, জাপান, রাশিয়া, ফ্রান্স, তাইওয়ান, কোস্টারিকা, কলম্বিয়ার ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অবস্থান।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৩৮ জন শনাক্ত এবং ৭২ হাজার ৪৮৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা,মৃত্যু,সংক্রমণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত