ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বাড়ছে

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বাড়ছে

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন। আহত হয়েছেন আরও ২৩০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।

দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে।

খবরে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই আগুনে আতঙ্কিত হয়ে ফেরি থেকে ঝাঁপ দিয়েছিলেন। উপকূলরক্ষী, নৌবাহিনী, আরেকটি ফেরি এবং স্থানীয় জেলেরা সমুদ্র থেকে তাদের উদ্ধার করে।

প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ছয় মাস।

উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, জাহাজটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিলিপাইনে প্রায় আট হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।

ফেরি,আগুন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত